Header Ads

সংখ্যার বৈচিত্র- পর্ব(৫)

সংখ্যার বৈচিত্রে আজ গল্প করব দুই(২) নিয়ে। ২ খুবই মজার একটি সংখ্যা। কারন ২ অন্য সব সংখ্যা থেকে একেবারেই ভিন্ন বৈশিষ্ট্য বহন করে। এত সংখ্যা থাকতে ২ এর বিশেষত্ব থাকার কারনটা কি সেটি এবার দেখা যাক।
<>শুধুমাত্র ২-ই এমন একটি সংখ্যা যা নিজের সাথে গুন করলেও যে ফলাফল পাওয়া যায় আবার যোগ করলেও একই ফলাফল পাওয়া যায়। বিশ্বাস না হয় দেখুন! ২*২=৪ এবং ২+২= ৪
<>এটি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা।
<>এটি একমাত্র জোড় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা।
<>ফার্মার শেষ উপপাদ্যঃ- x*n + y*n = z*n যেখানে, x,y,z পূর্নসংখ্যা এবং কেবলমাত্র ২ এর জন্য সত্যি!
<>ফার্মার শেষ উপপাদ্য? ফার্মার একজন বিজ্ঞানীরর নাম। উনিই উপপাদ্যটি প্রমান করেছেন। আপাতত এতটুকুই। আমরা পরবর্তী পর্বে বিস্তারিত গল্প করব ফার্মার উপপাদ্য নিয়ে।
<>সবচেয়ে মজার ব্যাপার হলো প্রাচীন গ্রিকে ২ কে মহিলা সংখ্যা হিসেবে বিবেচনা করা হত।
<>আধুনিক কম্পিউটার বিজ্ঞানও চলে ২ এর উপর ভর করেই। অর্থাৎ আমরা যেটাকে একটু ভাল করে বললে ২ ভিত্তিক বা বাইনারি সংখ্যা বলতে পারি।

No comments

Powered by Blogger.