Header Ads

ইন্টারমিডিয়েট থার্ড ইয়ার থেকে বলছি

<লেখাটি বহু আগের। ২০১৪ তে আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম তখন লিখেছিলাম নিজের অবস্থা নিয়ে। টাইমলাইন থেকে লেখাটি হাওয়া হয়ে যাওয়ায় আবার ২০১৬ ডিসেম্বরে মনে করার চেষ্টা করেছিলাম এবং তা ফেসবুক দেওয়ালে শেয়ার করেছিলাম। এটি আহামরি কিছু না হলেও অনেকবার পঠিত হয়েছে, বিভিন্ন গুরুপে শেয়ার হয়েছে, হয়ত কারো কাজেও এসেছে। যার কারনে আজ নোট করে রাখা নিজের দিনগুলো মনে রাখার জন্য...........!> 

এটি শিক্ষা জীবনের বাস্তব কোন ধাপ নয়, বরং চরম বাস্তবতা। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালবাসি। সবার একটি স্বপ্ন থাকে, থাকাটা খুব স্বাভাবিক এবং যুক্তিযত। সবার স্বপ্ন এবং স্বপ্ন দেখার সামর্থ এক নয়। আমরা কেই স্বপ্ন দেখি নিজের ভাল লাগার জায়গা নিয়ে, নিজের সামর্থের মধ্যে। তবে সিংহভাগ মানুষ স্বপ্ন দেখে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে। তেমনই একটি স্বপ্নময় জায়গা হলো ভর্তি যুদ্ধের ময়দান। ভর্তি যুদ্ধে সবাই জয়ী হয় না, যারা হয় তাদেরকে আমরা বলি সৌভ্যবান, মেধাবি। আর যারা পরাজিত সৈনিক তাদের আসলে পরিচয়ের মত কিছুই থাকে না। (অসুস্ততা, দারিদ্রতার কোষাঘাত, সঠিক গাইড লাইনের অভাব,হেলায় সময় নষ্ট, কোচিং করার নামে ভন্ডামি, আড্ডাবাজি, প্রশ্ন পাওয়ার ধান্দা) এরকম জানা অজানা অনেক কারনে প্রতি বছর আমাদের দেশে অনেক শিক্ষার্থীকে 2nd Time Admission নামে একটি শব্দের সাথে পরিচিত হতে হয়। এটি জীবনের এমনই এক মূহুর্ত যে, কেউ যদি জিজ্ঞেস করে বাবা তুমি এখন কোথায় পড়াশুনা করছো? কোন সাবজেক্টে আছো? কোন উত্তর নেই। 

তাই আমি জীবনের এই যন্ত্রনাদায়ক সময়ের নাম দিয়েছি 'ইন্টারমিডিয়েট থার্ড ইয়ার।' আমি নিজেও এই ইয়ারটি পার করেছি। যাহোক এই মূহুর্তে যারা ইন্টারমিডিয়েট থার্ড ইয়ারে আছো তাদের উদ্দেশ্যেঃ- কি ভাবছো? চান্স হয়নি জীবন এখানে থেমে যাবে? অনেকের গালমন্দ, আর ব্যর্থতার গ্লানি, সব মিলিয়ে নিশ্চয় খুব হতাশায় দিন পার করছো? না এতটুকু ঠুনকো কারনে তোমার জীবন থেমে যেতে পারে না। কি এমন হয়েছে? চান্স পাও নি তাই তো? তাতে কি হয়েছে? তুমি এবার চান্স পেলে যা করার বা হওয়ার সম্ভাবনা ছিল আগামীবার এর চেয়ে বড় কিছুও তো সৃষ্টিকর্তা তোমাকে দান করতে পারেন! হয়ত মনে হতে পারে চাঁপাবাজি! টপ বিশ্ববিদ্যালয় গুলোতেই 2nd Time নেই আবার বড় কিছু? এর উত্তর তোমরা চোখের সামনে অনেক দেখতে পাও তাই আমি দিলাম না। হ্যাঁ সৃষ্টিকর্তা তোমার ব্যর্থতা দিয়েছেন তোমাকে কয়েকশ ধাপ এগোবার জন্য। তোমার বিগত ভুল শুধরানোর জন্য। আরো পরিশ্রম করার মনোভাব তৈরি কর। পরিশ্রমের রেজাল্ট আসবেই। এই থার্ড ইয়ার থেকে তোমাকে বের হতে হলে অনেক কষ্ট করতে হবে। শুধু পরিশ্রমই নয়, কানের সহনশীলতাও বাড়াতে হবে তোমাকে। খারাপ সময়ে গালমন্দ করার মত মানুষের অভাব নেই, পাশে দাঁড়ানোর মত মানুষের বড় অভাব। আসেপাশের মানুষের কথা বাদ দিলাম এই সময়ে নিজের বাবা-মা পরের ছেলের মত আচরন করবে(সবাই না), টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানাবে(এক সময় দিবে)। তোমার সবচেয়ে প্রিয় শিক্ষক বলবে কি খবর? পড়াশুনা তো করবে না তো কি হবে? তুমি যদি A+ পেয়ে থাকো অনেকেই বলবে ভাগ্যের জোড়ে A+ পেয়ে গেছে। তুমি যাকে ভালবাসো কপাল খারাপ হলে সেও তোমাকে বাই বলতে পারে। তোমার কোন বন্ধু যাকে তুমি ছোটবেলা থেকে সব পরীক্ষায় সাহায্য করেছো, সে চান্স পেয়েছে স্বভাবতই সে তোমাকে কিছু জ্ঞান দিতে চাইবে এটা তোমাকে ভীষন প্যারা দেবে, ভীষন! তাহলে প্রশ্ন হতে পারে কি করব? কিছুই না।

তোমাকে একদমই কিছু করতে হবে না। যে যা বলে শুনে যাও, এমনকি উপভোগ করতে চেষ্টা কর। কারন অনিবার্যতা যখন এসে দাঁড়ায় তখন সেটি উপভোগ করায় শ্রেয়। আর নিজের কাজটি করে যাও, জবাব পেয়ে যাবে নিন্দুকেরা। আমি একটি ঘটনা শেয়ার করি আমি প্রথমবার চান্স না পেলে আমার একজন স্যার আমাকে বেশ ছোট করেছিল। কিছু মনে করিনি, আজ আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং তার মেয়ে এবার এপ্লিকেন্ট ছিল। আমি সবচেয়ে বেশি খবর নিয়েছি ঐ স্যারের মেয়ের। দায়িত্ব দেখায়নি লজ্জা দেওয়ার জন্য! দুঃখের বিষয় কোথাও চান্সও হয়নি তার। আমি ঘটনাটি শেয়ার করলাম তার মানে এই নয় যে, আমি ভীষন খুশি। জবাব দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে লেগে থাকলে কিছুই করতে হয় না। যে লোকটি তোমাকে এখন গালমন্দ করবে সেই আবার চান্স পেলে বলবে গতবার ও দুর্ভাগ্যবশত চান্স পায়নি। আজ যে তোমাকে বড় কথা বলছে কাল সে হয়ে যাবে টিস্যু পেপার! আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন কাজে লাগাও, তুমি পারবে। অবশ্যই তুমি পারবে। 2nd Time অনেক অপশন আছে(JU,KU,CU,IU,SUST,JUST, সহ অন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, Medical) তোমার হাতে। সেগুলো কাজে লাগাও, হ্যাঁ হয়ত তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় গুলোতে 2nd Time নেই। তার মানে এই নয় যে তুমি বাকীগুলো থেকে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তুমি যেখানে পড় একটি জিনিস মাথায় রাখা ভাল যে, বিশ্ববিদ্যালয়ে ভাল করা তোমার উপর নির্ভর করে, স্রেফ তোমার উপর। আরো জেনে রাখা ভাল ক্যাম্পাসের গৌরব সর্বোচ্চ ৪-৫ বছর। এরপর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কোথায় পড়, বলবে কোথায় কি চাকুরি কর? তো এটা যেকোন বিশ্ববিদ্যালয় থেকে করা সম্ভব বলে মনে করি। এরকম নজীর বাংলাদেশ নয় সারা বিশ্বে অনেক আছে! ক্যারিয়ার পাগল বাঙালি আমরা। ক্যারিয়ারের জন্য কত কিছুই করি। গার্ল ফ্রেন্ড তার বয় ফ্রেন্ডকে, ঘরের বউ তার স্বামীকে ভালবাসে এই ক্যারিয়ারের উপর ভিত্তি করে(সব একরকম না)। 

আর এই ক্যারিয়ার গড়তেই আমাদের উচ্চ শিক্ষার স্বপ্ন। তো সেটা পূরন করতে একটু কষ্ট করতে হবে না? যে প্রতিষ্টান তোমাকে ৪-৫ বছর একেবারে নিম্ন একটা খরচে তোমাকে স্বপ্ন সিঁড়িতে পৌঁছে দেবে আর সেখানে ঢুকতে কয়েক মাস কষ্ট করবে না? পৃথীবি তো এত সহজ হয়নি রে ভাই। কাজেই সব হতাশা ঝেড়ে নিজেকে চাবুক পেটা করতে থাকো। কারন এই সময়টুকুই নিজেকে চাবুক পেটা করার সময়, উপভোগ করার নয়! সব শেষ বলব পারলে You Can Win বইটি একবার পড়ে নিও। নিজেকে আর তুচ্ছ ভাবতে ইচ্ছা করবে না। নিজেকে অন্যরকম জায়গা, অন্যরকমভাবে নিতে ইচ্ছা করবে। আর যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের বলব হাল ছেড়ে দিও না। এর বেশি কিছু বলার নেই কারন যদি কোন ছাত্রের ভাবতে হয় আগামী মাসের টাকা কোথায় পাব? তাহলে তার সংগ্রামের পথ যে কতটা কাঁটাযুক্ত তা বলার অপেক্ষা রাখে না। এদের জন্য অনেক কঠিন কিন্তু অসম্ভ নয়! লেগে থাকো বিজয় আসবেই। You Can Win এই বইয়ের কিছু অংশ শেয়ার করছি পড়ার পরে সিদ্ধান্ত নাও তুমি কি হতে চাও? সে অনুযায়ী নিজেকে পরিচালনা কর অবশ্যই তুমি পারবে। অবশ্যই পারবে।

&Winner VS Loser&

★The winner is always part of the answer.
The loser is always part of the problem.
The loser always has an excuse.
★The winner always has a program.
★The winner says "Let me do it for you."
★The winner sees an answer for every problem.
The loser says "That is not my job."
The loser sees a problem for every answer.
The loser says "It may be possible but it is too difficult."
★The winner says "It may be difficult but it is possible."
★When a winner makes a mistake, he says "I was wrong."
Losers have schemes.
When a loser makes a mistake, he says "It wasn't my fault."
★A winner makes commitments.
A loser makes promise.
Losers see the pain.in someone has to lose.
★Winners have dream.
★Winners say, " I must do something."
Losers say, "Something must be done."
★Winners belive in win-win.
★Winners see the gain.
Losers belive for them win.

(যেগুলো বললাম সবই আমার অভিজ্ঞতা থেকে কারো ক্ষেত্রে নাও হতে পারে। সেগুলো ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো উদাহরন হয় না। ভুলগুলো ক্ষমা করে, এর ভেতর থেকে যদি কিছু নেওয়ার থাকে তাহলে নিও এবং বাকীটুকু ছুঁড়ে ফেলে দিও।)

শুভকামনা এবং অন্তর থেকে দোয়া রইল তোমাদের জন্য। তোমাদের বিজয় হোক!

No comments

Powered by Blogger.